Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile Court conducted by Upazila Livestock Office and Veterinary Hospital, Patgram, Lalmonirhat, Seized meat and fined 10,000/- taka.
Details

মৃতপ্রায় ও অসুস্থ গরু জবাই ও বিক্রির সংবাদের ভিত্তিতে গতরাতে উপজেলা নির্বাহী অফিসার, পাটগ্রাম মহোদয় সহ আলাউদ্দিননগর,জোংড়ায় ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে মূল অভিযুক্ত ইসলামনগর নিবাসী কসাই জুয়েল হোসেনকে আটক করা হয়।পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে সহ রাত ২:০০ টায় বিডিআর বাজার,পানবাড়ি মোক্তার কসাইয়ের দোকানের ফ্রিজ থেকে মৃতপ্রায় ও অসুস্থ অবস্থায় জবাইকৃত ২ টি গরুর মাংস উদ্ধার ও জব্দ করা হয়। পরে জব্দকৃত মাংস উপস্থিত জনতার সামনে বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয় এবং কসাই জুয়েল হোসেনকে মোবাইল কোর্টের আওতায়  ১০,০০০/-( দশ হাজার টাকা) জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জনাব মোঃ জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, পাটগ্রাম; জনাব ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, পাটগ্রাম এবং পাটগ্রাম থানা পুলিশ ফোর্স। নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতে প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে।

Attachments
Publish Date
19/02/2025
Archieve Date
21/03/2030